আর্তমানবতার সেবায় সিলেট রেলওয়ে জেলা স্কাউটসের যুগান্তকারী পদক্ষেপ
সিলেট রেলওয়ে জেলার সমাজ উন্নয়ন কার্যক্রম
বাংলাদেশ স্কাউটস, সিলেট রেলওয়ে জেলার ব্যবস্থাপনায় ও লন্ডন প্রবাসী তাসলিমা বেগম মজুমদার ও মুহাম্মদ রাসেদ রহমান সরকার এর আর্থিক সহযোগিতায় গত ১৯ ও ২০ আগস্ট, ২০২২খ্রিঃ দুই দিনব্যাপী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়।
বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সিলেট রেলওয়ে জেলার বিভিন্ন ইউনিট থেকে ১৫ সদস্য বিশিষ্ট লিডার, রোভার ও স্কাউট সমন্বয়ে একদল চৌকস টিম শুক্র ও শনিবার দুই দিনব্যাপী উজানীগাঁও এলাকায় মোঃ নুর উদ্দিন এর বাড়িতে অবস্থান করে নিরলসভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি নতুন গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন।
সিলেট রেলওয়ে জেলার সম্পাদক মোঃ আনিসুর রহমান সরকার এহিয়া'র নেতৃত্বে সমাজ উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করেন সিলেট রেলওয়ে জেলার যুগ্ম-সম্পাদক মোঃ আতিকুর রহমান, জেলা স্কাউট লিডার শামীম আহমদ, রোভার স্কাউট লিডার ইউসুফ আহমদ, রোভার স্কাউট ইমরান, নুরুল, আজিজুল, রুহিদ, ফাহিম, মিনহাজ, আরিফ, গার্ল-ইন-রোভার রিয়া, সাকি, স্কাউট রাকিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
গৃহহীন নুর উদ্দিন এর পরিবারকে নিজ হাতে একটি ঘর নির্মাণ করে দিতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে বলে জানান টিম লিডার আনিসুর রহমান। তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্যে আমরা প্রত্যকে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাড়ানো উচিৎ সেটা হোক না ছোট কোন ভালো কাজ।
এদিকে নতুন ঘর পেয়ে নুর উদ্দিন আনন্দে অভিভূত হয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মত আরও যারা অসহায় ও গৃহহীন আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষের প্রতি আহবান জানান।