কমিশনার প্রফেসর মাসুদা সিকদার; গাজীপুর জেলা রোভারের ত্রৈ- বার্ষিক কাউন্সিল ২০২১
বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জুন, মঙ্গলবার সকালে গাজীপুরের সার্কিট হাউজে জেলা রোভার এ আয়োজন করে। গাজীপুর জেলা রোভারের নির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১০ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় নতুন করে কমিটি গঠন করা হয়।
আগামী তিন বছরের জন্য গাজীপুর জেলা রোভারের কমিশনার নির্বাচিত হলেন প্রফেসর মাসুদা সিকদার, অধ্যক্ষ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ।
কোষাধ্যক্ষ- মো. মোফাজ্জল হোসেন এএলটি, গ্রুপ সম্পাদক ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
সম্পাদক- অধ্যক্ষ মো. আব্দুস সালাম, রোভার পল্লী ডিগ্রি কলেজ।
যুগ্ম-সম্পাদক- এড. মো. আনোয়ার হোসেন, ভাওয়াল মুক্ত রোভার স্কাউট গ্রপ।
নির্বাহী কমিটির সহ-সভাপতি- টংগী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজবা উদ্দিন সরকার, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মামুন সরদার, কাজী আজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রসিদ হাওলাদার, পিয়ার আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আবুল খায়ের।
সভায় গত কাউন্সিল সভার কার্যবিবরণী পাঠ, আয়-ব্যায় হিসাব, অডিট সংক্রান্ত তথ্য এবং নতুন কমিটির সুপারিশ তুলে ধরা হয়।
এসময় প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক এ.কে.এম সেলিম চৌধুরী বলেন, গাজীপুরকে দেশের স্কাউটিং অঙ্গনের রাজধানী হিসেবে ধরা হয়। এ জেলার বিগত দিনের স্কাউটিং কার্যক্রম সকলের কাছে প্রশংসনীয়। জেলা রোভারের কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ সেই ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা রাখেন। সভাপতির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম বলেন, করোনা মহামারি না হলে জেলায় রোভারিং কার্যক্রম আরও বহুদূর এগিয়ে যেত। গাজীপুর জেলা রোভারের সার্বিক উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।
রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর এম এ বারী, আঞ্চলিক উপ-কমিশনার(প্রোগ্রাম) অধ্যক্ষ শরিফুল ইসলাম, সদর উপজেলা স্কাউট সম্পাদক, জেলা স্কাউট কর্মকর্তা, সকল কলেজের অধ্যক্ষ, রোভার লিডার ও মুক্ত দলের রোভার লিডার এবং জেলা রোভারের নির্বাহী কমিটির বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
~ মিনহাজ আল মোক্তাদির