ডেস্কটপ পাবলিশিং কোর্স অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ ও বিপনন বিভাগের ব্যবস্থাপনায় ১৫-১৮ জুন ২০২৩ তারিখ পর্যন্ত জাতীয় সদর দফতরের শামস হলে ডেস্কটপ পাবলিশিং কোর্স অনুষ্ঠিত হয়। ১৮ জুন ২০২৩ তারিখ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (জনসংযোগ ও বিপনন) জনাব এম এম ফজলুল হক আরিফ। অনুষ্ঠানে কোর্সের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন কোর্স পরিচালক ও কো-অর্ডিনেটর, পাবলিসিটি টিম, পিআরএম টাস্কফোর্স জনাব কেএম ইউসুফ আলী লিপন। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক (জনসংযোগ ও বিপনন) জনাব এ এইচ এম শামছুল আজাদ।
৪দিন ব্যাপী এই ডেক্সটপ পাবলিশিং দক্ষতা কোর্সে কোর্সের উদ্দেশ্য, বেসিক প্রিন্টিং, ডেক্সটপ পাবলিশিং সম্পর্র্কে ধারণা, এম এস ওয়ার্ড/এক্সেল, গ্রাফিক ডিজাইন, কাগজ, রং. রেজিস্ট্রেশন মার্ক, রিফ্লেকশন, ফটোশপ, ফটোশপ টুল পরিচিতি, নতুন ফাইল খোলা ও সেভ করা, পাথ, লেয়ার, টাইপ,কালার কারেকশন, ভিগনেট-সেড , রিফ্লেকশন, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর টুল পরিচিতি, নতুন ফাইল খোলা ও সেভ করা, পাথ, লেয়ার, টাইপ কালার কারেকশন, ভিগনেট-সেড, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর টুল পরিচিতি, নতুন ফাইল খোলা ও সেভ করা, গ্রাফ-চার্ট তৈরী, ভিগনেট-সেড, টেক্স্ট ফরমেট, ফটোশপ ও ইলাস্ট্রেটর তুলনা এবং এর ব্যবহার করে একটি প্যাড ও একটি ভিজিটিং কার্ড তৈরী করা, রিফ্লেকশন, আউট সোর্সিং ধারণা, ইন-ডিজাইন ইন-ডিজাইন টুল পরিচিতি, নতুন ফাইল খোলা ও সেভ করা, পেজ মেকিং, কিভাবে পেজ লে-আউট করা হয়, পেজ নাম্বারিং, মাস্টার পেজ সম্পর্কে ধারণা, অন-লাইন মিডিয়া ডিজাইন ও ব্রান্ডিং, রিফ্লেকশন, ইন-ডিজাইন-ফটোশপ-ইলাস্ট্রেটর ব্যবহার করে অগ্রদুতের একটি পৃষ্ঠা তৈরী বিষয়ে সেশন পরিচালিত হয় এবং প্রিন্টিং প্রেস পরিদর্শন করানো হয়।
ডেক্সটপ পাবলিশিং দক্ষতা কোর্সে সারা দেশের মনেনীত ৩৯ জন রোভার স্কাউটকে সমাপনী অনুষ্ঠানে সনদ প্রদান করা হয়।