দেশি-বিদেশি স্কাউটদের কলকাকলিতে মুখরিত স্কাউটিংয়ের পুণ্যভূমি মৌচাক

দেশি-বিদেশি স্কাউটদের কলকাকলিতে মুখরিত স্কাউটিংয়ের পুণ্যভূমি মৌচাক

“সাবাস…শক্তির ফোয়ারা”এই প্রতিপাদ্যকে সাথে নিয়ে বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশজাতীয় স্কাউট জাম্বুরী ১৯-২৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক গাজীপুওে অনুষ্ঠিত হচ্ছে।

স্কাউটিংয়ের পুণ্যভূমি মৌচাকে বিশ্ব স্কাউট সংস্থার ইউরোপ ও এশিয়ার ১৭টি দেশ সহ সারাদেশ থেকে প্রায় ১১হাজার স্কাউটস অংশগ্রহণের জন্য মৌচাকে ছুটে আসছে। ছুটে আসা স্কাউটদেও পদচারণায় ও উল্লাসে মুখরিত মৌচাকের ক্যাম্প ভেণ্যু এলাকা।

মৌচাকের বিস্তৃর্ণ এলাকা জুড়ে শত শত সাদা তাঁবু ছড়ানো ক্যাম্প এলাকায় কাঁধে ব্যাগ, বাঁশ,দড়ি সহ ক্যাম্প সামগ্রী নিয়ে ক্যাম্প এলাকায় এসেই তাঁবু এলাকা সাজানো, খাবার রান্না করা সহ গেজেট তৈরীতে ব্যস্ত সময় পার করছে স্কাউট সদস্যরা। নির্জন মৌচাক স্কাউটদের গুন গুন আওয়াজের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে।

কুয়াশছন্ন হাড় কাপানো শীতের ভোর থেকে রাত্রি পর্যন্ত এলান নামে অভিহিত ১১টি বিভিন্ন রোমাঞ্চকর চ্যালেঞ্জের অংশগ্রহণকরবে স্কাউট সদস্যরা।

এলানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদেও বিভিন্ন প্রতিভা বিকশিত সহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করবে দেশ- বিদেশ থেকে অংশগ্রহণকারী স্কাউটস সদস্যরা।