বাংলাদেশ স্কাউটস, সিলেট রেলওয়ে জেলার আয়োজনে অনুষ্ঠিত হল ২য় কাব হলিডে-২০২২
কাব হলিডে বাস্তবায়ন
বাংলাদেশ স্কাউটস, সিলেট রেলওয়ে জেলার আয়োজনে ০৫ আগস্ট, ২০২২খ্রিঃ জননেত্রী শেখ হাসিনা পার্ক, আলমপুর, সিলেট অনুষ্ঠিত হল ২য় কাব হলিডে-২০২২।
কাব হলিডেতে সিলেট রেলওয়ে জেলার বিভিন্ন গ্রুপ থেকে প্রায় ৮০ জন কাব স্কাউট, ০৬ জন স্বেচ্ছাসেবক ও ১০ জন চ্যালেঞ্জ ডাইরেক্টর অংশগ্রহণ করেন। প্রোগ্রাম পরিচালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস, সিলেট রেলওয়ে জেলার সম্পাদক মোঃ আনিসুর রহমান সরকার এহিয়া, সিএএলটি সম্পন্নকারী ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট রেলওয়ে জেলার যুগ্ম-সম্পাদক মোঃ আতিকুর রহমান, উডব্যাজার।
প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন সিলেট রেলওয়ে জেলা স্কাউট লিডার শামীম আহমদ, উডব্যাজার, জেলা কাব লিডার মিজানুর রহমান, জেলা স্কাউটার প্রতিনিধি শম্পা রায় এবং বিভিন্ন ইউনিটের কাব লিডারগণ।
প্রোগ্রামে অংশগ্রহনকারী কাব স্কাউট সদস্যরা সারাদিনব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেন এবং স্কাউটিং কার্যক্রম উপভোগ করেন।
প্রোগ্রাম শেষে কোর্স পরিচালক অংশগ্রহণকারী কাব স্কাউট সদস্যদের হাতে সনদ তুলে দেন।