বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন অঞ্চল ও জেলার অবকাঠামো উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন অঞ্চল ও জেলার অবকাঠামো উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন অঞ্চল ও জেলার অবকাঠামো উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ৭ জানুয়ারি ২০২২, শুক্রবার, রাত ৮:০০টায় জুম ক্লাউড মিটিং অ্যাপসে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার(প্রকল্প) জনাব আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে  সভায় বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল, খুলনা জেলা, বাগেরহাট জেলা, লালমনিরহাট জেলা, দিনাজপুর অঞ্চল, কুমিল্লা অঞ্চল, কক্সবাজার জেলা, পাটগ্রাম উপজেলাসহ অন্যান্য জেলা উপজেলার ভবনের নকশা ও ডিজাইন নিয়ে আলোচনা করা হয়। সভায় জাতীয় কমিশনার(প্রকল্প) জনাব মো: মহসিন মহোদয়ের সহযোগিতা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানানো হয়।

সভায় বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক জনাব আরশাদুল মুকাদ্দিস , কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প এর প্রকল্প পরিচালক জনাব মো: রুহুল আমিন, উপ পরিচালক(আইসিটি) জনাব মো: হামজার রহমান শামীম, ইঞ্জিনিয়ার জনাব ইয়াকুব উল্লাহ মতবিনিময় করেন। সংশ্লিষ্ঠ অঞ্চল, জেলা ও উপজেলার কমিশনার, সম্পাদক ও আঞ্চলিক পরিচালক/উপ পরিচালকগণ উপস্থিত ছিলেন।