বুড়িচংয়ে ১৩৫ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ২০২১ সম্পন্ন
২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কোর্সটি কুমিল্লা বুড়িচংয়ে আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং শুক্রবার সন্ধ্যায় সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়।
বাংলাদেশ স্কাউটস বুড়িচং উপজেলা শাখার ব্যবস্থপনায় সোমবার (২৭ ডিসেম্বর) উক্ত কোর্সের উদ্বোধনী ঘোষণা করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাই প্রতিটি বিদ্যালয়ে দুটি করে ইউনিট (ছেলে ও মেয়ে) যথাযথভাবে গঠন ও পরিচালনা করার জন্য প্রশিক্ষণার্থীদের আহবান জানান। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, স্কাউটস কমিশনার বুড়িচং উপজেলা মো. মিজানুর রহমান খাঁন, সাধারণ সম্পাদক মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া বিএসসি। আর তখন সভাপতিত্ব করেন মো: আবদুর রশিদ, প্রধান শিক্ষক,আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।
পাঁচদিন ব্যাপী এই কোর্সের বিভিন্ন তাত্ত্বিক বিষয়ে সেশন নেওয়া হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয় দড়ির কাজ, ফার্স্ট এইড ও লেশিং সহ বিভিন্ন ব্যবহারিক বিষয়ে। পাশাপাশি কোর্সকে আনন্দঘন করতে থাকে গান, অভিনয়, আবৃত্তিসহ নিত্য নতুন পরিবেশনা। এরই মধ্যে হয় স্কাউটস ওন, তাবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান। কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুন্সির হাট জি. এন. এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল আমিন (এলটি), আলহাজ্ব মোঃ আব্দুল হালিম খান (এএলটি), আকবরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা আক্তার (এএলটি)। কোর্স সেক্রেটারি ছিলেন কৈলাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব এ টি এম হাসানাত (উডব্যাজার)। আরো ছিলন কোর্স কাউন্সিলর হিসেবে ৪জন উডব্যাজার মোঃ কামরুজ্জামান, মোঃ ইউসুফ আলী, মোঃ শাহাদাত হোসাইন, মোঃ বদরুল মিল্লাত। কোয়ার্টার মাস্টার হিসেবে ছিলেন মোঃ সাইদুর রহমান (উডব্যাজার)।
সমাপনী অনুষ্ঠানে কোর্স লিডার র্কোস লিডার মো: ওয়াহিদ উল্লাহ সরকার (এলটি), সহকারী শিক্ষক (অবসর), নিমসার উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, বলেন প্রশিক্ষণার্থীদের আত্মশুদ্ধি ও আত্মমর্যাদাবোধ বজায় রেখে সব কার্যক্রম পরিচালনা করতে হবে। স্কাউটিংয়ের উদ্দেশ্য বাস্তবায়নে চিন্তা, কথা ও কাজে নির্মলতা আনতে হবে। পরিশেষে ১৩৫ তম এই স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সটি সফলভাবে বাস্তবায়ন করতে পারায় সহযোগিতার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।