গাজীপুরের মৌচাকে "সাবাস---শক্তির ফোয়ারা" এই প্রতিপাদ্যে ৯ দিন ব্যাপী ৩২ তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি-২০২৩ এর কাল শুক্রবার ছিল ২য় দিন। প্রায় সাড়ে ৯'শত স্কাউট দল, স্কাউটার, কর্মকর্তা, রোভার ভলান্টিয়ার এবং বিভিন্ন দেশ হতে আগত স্কাউটারসহ ১১ হাজার জনের অংশগ্রহণে মুখরিত ৩২ তম এপিআর ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি।
প্রথম দিনেই অংশগ্রহণকারী স্কাউট দলগুলো বেছে নিয়েছে তাদের তাঁবু। তাঁবু পাওয়ার পর তাদের শুরু হয় সেটাকে সব তাবুর চেয়ে আকর্ষণীয় ও সুন্দর করার মহাযজ্ঞ। প্রতিদিন সকালে ধারাবাহিক ভাবে তাঁবু পরিদর্শনের অংশ হিসেবে নিজ তাঁবু বা গৃহকে শৈল্পিক রুপ দিতে সকালে ঘন কুয়াশাকে উপেক্ষা করে চলে তাদের শিল্পকর্ম।
গাজীপুরের মৌচাকে রয়েছে প্রকৃতির এক বিশাল সমাবেশ। এখানে স্কাউটিং কার্যক্রমের জন্য প্রকৃতি থেকে অসংখ্য সরঞ্জাম পাওয়া যায়। তাই স্থানীয় ভাবে তারা বিভিন্ন অবকাঠামো সংগ্রহ করতে বের হয় যেন নিজস্ব তাঁবুকে সবার চেয়ে ভিন্ন রুপ দেওয়া যায়। সংগৃহীত ওইসব সরঞ্জামাদি দিয়ে তাঁরা তাঁবুর বিভিন্ন গ্যাজেট, চুলা, পানি পয়ঃনিষ্কাশনের ড্রেন, এরিনা, গেইট, পুকুর তৈরি করছে। এছাড়াও নিজস্ব তাঁবুকে রঙিন সাজে সজ্জিত করতে অনেকেই রঙ বেরঙের কাগজ দিয়ে ফুলদানি, গেইট, এরিনার রশি, গ্যাজেট সাজাচ্ছে।
দেখা যায় অনেকেই তাঁবুর সামনের আঙিনায় মাটি ও পানির লেপ দিচ্ছে। আর এই এরিনার উপরে থাকছে নানা রঙের সুন্দর সুন্দর বিভিন্ন গ্যাজেট। যা দেখলে মনে হয় পুরো জাম্বুরিতে যেন তাঁবু বর্ণিল করে সজ্জিত করার এক অঘোষিত প্রতিযোগিতা চলছে।
২১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি (এমপি) ৩২ তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি-২০২৩ এর উদ্বোধন করার কথা রয়েছে।