রংপুরে  জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনে রোভার স্কাউটরা।

রংপুরে  জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনে রোভার স্কাউটরা।

রংপুরে  জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনে রোভার স্কাউটরা।
রংপুরে  জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনে রোভার স্কাউটরা।
 ২০ ফেব্রুয়ারী  ২০২৩ সোমবার সারাদেশের ন্যায় রংপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন। রংপুর সিটি কর্পোরেশন এর ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউট সদস্যরা এবার রংপুর সিটি এলাকার ০৮টি ভ্রাম্যমান বুথ তথা  কেন্দ্রীয় বাস টার্মিনাল বাসস্ট্যান্ড, মর্ডান মোড় বাসস্ট্যান্ড, কুড়িগ্রাম  বাসস্ট্যান্ড, কামাড় পাড়া বাসস্ট্যান্ড, রংপুর রেলওয়ে স্টেশন,  সাতমাথা  বাসস্ট্যান্ডের যাত্রাপথে শিশু যাত্রীদের ভিটামিন "এ" প্লাস শতভাগ গ্রহন নিশ্চিত করণের লক্ষে স্বেচ্ছাসেবী হিসেবে দ্বায়িত্ব পালন করছে।

রংপুর নগরী থেকে বিভিন্ন স্থানের যাত্রাপথের শিশু যাত্রীদের ভিটামিন "এ" প্লাস খাওয়ানো ক্যম্পেইন সকাল ৮টা থেকে  শুরু হওয়া স্কাউটদের এ ক্যাম্পেইন চলে বিকাল ৪টা পর্যন্ত।