রংপুরে আঞ্চলিক শিক্ষা কর্মকর্তাদের সাথে স্কাউট কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত।

রংপুরে আঞ্চলিক শিক্ষা কর্মকর্তাদের সাথে স্কাউট কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত।

রংপুরে আঞ্চলিক শিক্ষা কর্মকর্তাদের সাথে স্কাউট কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত।
সদ্য যোগদানকৃত রংপুর অঞ্চলের  মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপপরিচালক  মোঃ শফিকুল ইসলাম ও রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষার উপপরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম এর সাথে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপপরিচালক মোঃ আব্দুর রশিদ ও আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ সহ আঞ্চলিক ও রংপুর জেলা স্কাউটসের কর্মকর্তাগণ ৫ ফেব্রুয়ারী রবিবার সৌজন্য সাক্ষাত করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে রংপুর জেলা স্কাউটসের সম্পাদক মোঃ আব্দুর রহিম, আঞ্চলিক পিআরএম টীমের সদস্য রোভার রেজওয়ান হোসেন সুমন, রোভার নাইমুর রহমান ও স্কাউটার শেখ সাদী আঞ্চলিক নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলে তাঁর দায়িত্বপ্রাপ্তিতে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পক্ষ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় রংপুর বিভাগের  দুই শিক্ষা কর্মকর্তা এ অঞ্চলে স্কাউটিং কার্যক্রম বেগবান করতে তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রমের খোঁজ নেন। 
রংপুর অঞ্চলের উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মোঃ আখতারুজ্জামান এর অবসরজনিত কারনে পদটি শূন্য হলে সাম্প্রতিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নীলফামারীর জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম তাঁর স্থলাভিষিক্ত হয়ে যোগদান করেন।