রংপুর জেলা রোভারের সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত।
বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার স্কাউটের আয়োজনে রংপুর জেলা রোভার স্কাউটের আওতাধীন সকল প্রাতিষ্ঠানিক ও মুক্ত স্কাউট গ্রুপের স্কাউটিং কার্যক্রম গতিশীল রাখতে সিনিয়র রোভার মেটদের দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন ইউনিটের সিনিয়র রোভার মেট ও গার্ল-ইন সিনিয়র রোভার মেটদের অংশগ্রহণে ২৩ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা স্কাউট ভবন অডিটোরিয়ামে দিনব্যাপী সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা ও স্কাউট প্রতিজ্ঞা পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী এ ওয়ার্কশপের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার স্কাউটের কমিশনার ড. আরেফিনা বেগম। দিনব্যাপী ওয়ার্কশপের কোর্স পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেন রংপুর জেলা রোভার স্কাউটের সহকারি কমিশনার মোঃ আশিকুর রহমান এবং এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা রোভার স্কাউট সম্পাদক মহাদেব কুমার গুন, জেলা রোভার স্কাউট লিডার মোঃ আব্দুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুবার রহমান সোহেল, এবং বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন।ওয়ার্কশপে সিনিয়র রোভার মেটের দ্বায়িত্ব ও কর্তব্য পালন সহ স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়ের উপর সেশন পরিচালিত হয়।
দিন ব্যাপী এ ওয়ার্কশপের শেষার্ধে আগামী এক বছরের জন্য বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার স্কাউটের নির্বাহী কমিটির সদস্য হিসেবে জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ রেজওয়ান হোসেন সুমন ও সরকারি বেগম রোকেয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন সিনিয়র রোভার মেট রোকসানা খাতুন মায়া নির্বাচিত হয়েছে।