রংপুর জেলা স্কাউটের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
স্কাউটদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট'স এর পরিচালনায় এবং রংপুর জেলা স্কাউটের আয়োজনে ২৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে রংপুর জেলার আওতাধীন ০৮ উপজেলার বিভিন্ন স্কুল ও মুক্ত স্কাউট গ্রুপ সমূহের কাব স্কাউট, গার্ল-ইন কাব স্কাউট, স্কাউট ও গার্ল-ইন স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রংপুর জেলা স্কাউট ভবন অডিটোরিয়াম প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সম্পাদক আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কাব স্কাউট, স্কাউট ও গার্ল-ইন স্কাউটরা ০৮টি ক্যাটাগরির সংগীত (রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক, আধুনিক), নৃত্য (উচ্চাঙ্গ) চিত্রাংকন, কেরাত, আবৃত্তি (কবিতা), যন্ত্র সংগীত, মূকাভিনয় ও আজান এবং বাংলা ভাষার উপস্থাপনা প্রতিযোগিতায় প্রতিযোগিতা করেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, দিনাজপুর অঞ্চলের উপকমিশনার (আইসিটি) মোঃ সিদ্দিকুর রহমান, জেলা স্কাউট লিডার রফিকুল হক বাবু, জেলা কাব লিডার শামীম আরা সীমা, স্কাউটার আলেয়া খাতুন, স্কাউটার খন্দকার মতিয়ার রহমান, স্কাউটার মাহবুবুল আলম প্রামাণিক, জেলা স্কাউটের যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান, জেলা স্কাউটের কোষাধ্যক্ষ গোলাম আযম মন্টু সহ স্থানীয় স্কাউটারবৃন্দ।
বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট'স নির্দেশনা অনুযায়ী জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিতাের মধ্যে প্রথম স্থান অর্জনকারী কাব ও স্কাউট সদস্যরা আঞ্চলিক পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
I Am Md Rezowan Hossain Sumon, BS ID: AD0099, Unite Name: Rangpur Government College Rover scout Group. Bangladesh Scouts Rangpur District Rover, Contac:01783157281, Email:rezowan0178@gmail.com