সিলেট রেলওয়ে জেলা স্কাউটসের ২য় ত্রৈবার্ষিক কাউন্সিল সম্পন্ন
সিলেট রেলওয়ে জেলা স্কাউটসের কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস, সিলেট রেলওয়ে জেলার ২য় ত্রৈবার্ষিক কাউন্সিল সভা ১৯ নভেম্বর, ২০২১ শুক্রবার বিকাল ০৪ টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেটে অনুষ্ঠিত হয়।
কাউন্সিল সভায় অতিথি ও কাউন্সিলরসহ মোট ৫০জন অংশগ্রহণ করেন।
জেলা যুগ্ম-সম্পাদক মোঃ আতিকুর রহমান এর সঞ্চালনায় ও সিলেট রেলওয়ে জেলার সহ-সভাপতি ডাঃ মাহমুদা আক্তার, সহঃ সার্জন, রেলওয়ে হাসপাতাল, সিলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ স্কাউট ব্যক্তিত্ব ও রেলওয়ে আঞ্চলিক কমিশনার (প্রশিক্ষণ) প্রদীপ কুমার নাহা, এলটি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে আঞ্চলিক কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) নাজমুল হক টিটু, এএলটি, রেলওয়ে আঞ্চলিক কমিশনার (আইসিটি ও মেম্বারশিপ রেজিস্ট্রেশন) জীবন কুমার সরকার, রেলওয়ে জেলার কমিশনার মোঃ আনোয়ার হোসেন, সহকারী নির্বাহী প্রকৌশলী, সিলেট এবং সিসিক কাউন্সিলর মোঃ সিকন্দর আলী সহ প্রমুখ।
কাউন্সিলে সম্পাদকের রিপোর্ট, বিগত তিন বছরের জেলার আয়-ব্যয়ের রিপোর্ট, আগামী ২০২১-২২ বছরের আয়-ব্যয়ের সম্ভাব্য বাজেট, নির্বাহী কমিটি গঠন ও বিবিধ বিষয়গুলো নিয়ে রিপোর্ট পেশ করেন জেলা সম্পাদক মোঃ আনিছুর রহমান সরকার এহিয়া।
সভায় কাউন্সিলরগনের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য জেলা নির্বাহী কমিটি গঠন করা হয়।
ক্রেস্ট প্রদান শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্কাউট আন্দোলন সমগ্র বিশ্বে ভ্রাতৃত্বের আদর্শকে প্রতিষ্ঠিত করে। স্কাউট আন্দোলন শিশু-কিশোর ও যুবকদের সত্য ও ন্যায়ের অনুযায়ী উদ্যম, সুশৃঙ্খল ও সাহসী করে তোলে। এই আন্দোলনের শিশু-কিশোর ও যুবকরা শিখে কীভাবে প্রতিকূল পরিবেশে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস নিয়ে টিকে থাকতে হয়।
দেশ, জাতি, বর্ণ ও ভাষায় স্কাউটদের মধ্যে কোনো পার্থক্য বিবেচনা করা হয় না।