আঞ্চলিক এডাল্ট রিসোর্সেস বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আঞ্চলিক_এডাল্ট_রিসোর্সেস_বিষয়ক_ওয়ার্কশপ_অনুষ্ঠিত

আঞ্চলিক এডাল্ট রিসোর্সেস বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আঞ্চলিক এডাল্ট রিসোর্সেস বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত 

বাংলাদেশ স্কাউটসের এডাল্ট রিসোর্সেস বিভাগের পরিচালনায় রংপুর বিভাগের আওতাধীন বাংলাদেশ স্কাউটস  দিনাজপুর অঞ্চলের দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা এবং আঞ্চলিক নির্বাহী কমিটির নির্বাচিত মোট ৬৫ জন স্কাউটারের অংশগ্রহণে ৬ জানুয়ারী ২০২২ বৃহস্পতিবার দিন ব্যাপী জুম প্লাটফর্মে আঞ্চলিক এডাল্ট রিসোর্সেস বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ( এডাল্ট রিসোর্সেস) ফেরদৌস আহমেদ এর সভাপতিত্বে সকালে ওয়ার্কশপের উদ্বোধন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল প্রফেসর মোঃ কামরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক আরশাদুল মুকাদ্দিস, আঞ্চলিক কমিশনার মোঃ আখতারুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার মুক্তালাল রায় ঈশোর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ।

দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধনী পর্বসহ ওয়ার্কশপের সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের  আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ। ওয়ার্কশেপ এডাল্ট রিসোর্সেস পলিসি, বয়স্ক নেতাদের আচরণ বিধিমালা, জাতীয় সুরক্ষা নীতিমালা (সেফ ফর্ম হার্ম পলিসি) ইত্যাদি বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

সেশনের বিভিন্ন অংশে জাতীয় উপ কমিশনার শরীফ আহমেদ কামাল, জামিল আহমেদ এবং বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক ইকবাল হোসেন ও  সুধীর চন্দ্র বর্মণ অংশগ্রহণ করেন।