রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বিশ্ব স্কাউট দিবস উদযাপিত।

রংপুর সরকারি কলেজ

রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বিশ্ব স্কাউট দিবস উদযাপিত।
২২ফেব্রুয়ারি বুধবার সকালে রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়ের ১৬৬তম জন্ম বার্ষিকী (বিপি দিবস) ও বিশ্ব স্কাউট দিবস বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
দিবসটি কে কেন্দ্র করে "আমার ক্যাম্পাস রাখবো পরিষ্কার" প্রতিপাদ্যকে সাথে নিয়ে রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে রংপুর সরকারি কলেজ ক্যাম্পাসে "কেক কাটা, ডাস্টবিন স্থাপন,মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান" অনুষ্ঠিত হয়।

রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান বিভাগ) মোঃ তবিবুল ইসলাম এর সভাপতিত্বে রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ আয়োজিত বিভিন্ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ ও রোভার গ্রুপের সহ সভাপতি প্রফেসর মোঃ ফিরোজুর রহমান। এসময় রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের  ক ইউনিটের রোভার স্কাউট লিডার প্রভাষক (গনিত বিভাগ) মোঃ নুর হাকিম সহ রংপুর সরকারি কলেজ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধাগণ উপস্থিত ছিলেন ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকালে কেক কাটা, রংপুর সিটি কর্পোরেশন এর সৌজন্যে ও রসক রোভার স্কাউট গ্রুপের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন ও কলেজ ক্যাম্পাসের আবাসিক এলাকা সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশক নিধন  এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।