মৌচাকে টপ-অ্যাচিভার স্কাউটদের মিলনমেলা

মৌচাকে টপ-অ্যাচিভার স্কাউটদের মিলনমেলা

মৌচাকে ৩২তম এপিআর ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী-২০২৩ উপলক্ষে এবং এসোসিয়েশন অফ টপ আ্যচিভার(অ্যাটাস) প্রাপ্তদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জানুয়ারী) দুপুরে মৌচাকের বঙ্গবন্ধু মূল এরিনায় স্কাউটদের এই মিলনমেলাটি অনুষ্ঠিত হয়। স্কাউটদের জন্য সর্বোচ্চ সম্মাননা শাপলা, পিএস ও পিআরএস অ্যাওয়ার্ড প্রাপ্তরাই টপ অ্যাচিভার।


বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটাস এর সভাপতি সাইমন হ্যাংবক রিহ। প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ- পিআরএস, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আট্যাসেরসহ-সভাপতি মোঃ হাবিবুল আলম (বীরপ্রতীক), বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক আরিফ, জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোঃ আতিকুজ্জামান রিপন, জাতীয় কমিশনার (ফাউন্ডেশন) শাফিনা রহমান ও এপিআর কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ স্কাউটসের জাতীয়ক মিশনার (প্রোগ্রাম) মোঃ আতিকুজ্জামান রিপন আগত অতিথি ও টপ অ্যাচিভারদের স্বাগত জানান। স্কাউটদেও জন্য আরো সহজ ও সাবলীল প্রোগ্রাম করার কথা উল্লেখ করেন তিনি। তাহলে ভবিষ্যতে নতুন প্রজন্মের স্কাউটরা সহজেই স্কাউটের অর্ন্তভুক্ত হয়ে জীবনে সুন্দর করতে পারবে। তিনি এ্যাটাস সদস্যদেও জাম্বুরী এলাকাঘুরে বেড়ানোর আহবান জানান। 


বাংলাদেশি স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, যারা শুরু থেকে নিয়মিত স্কাউটিং কওে এবং প্রতিটি স্কাউট প্রোগ্রাম নিয়ে কাজ করেতা হলে অবশ্যই একজন স্কাউট ছেলে মেয়ে একদিন টপ এ্যাচিভারদেও কাতাওে আসবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত স্কাউটিং এর সাথে যুক্ত থাকা উচিত বলে তিনি মনে করেন। 


অনুষ্ঠানের শেষার্ধে বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে পিআর এম জ্যাকেট জাম্বুরী ও জাম্বুরী স্মরণীকা অতিথিদের উপহারি হসেবে তুলে দেওয়া হয়। পরিশেষে বাংলাদেশ স্কাউটস এর ৫ জনকর্মকর্তা কে অ্যাটাস এর পক্ষ থেকে এপিআরঅ্যা ওয়ার্ড প্রদান করা হয়।