অগ্রদূত সম্পর্কীয়

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৯০৭ সনে ২০ জন বালক কে সংগে নিয়ে ইংল্যান্ডের পােল হারবারে অবস্থিত ব্রাউন্সি দ্বীপে প্রথম স্কাউট ক্যাম্প এর সূচনা করেন। এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী স্কাউট আন্দোলন প্রবর্তিত হয়। ১৯১৯ সালে ভারতবাসীগণ বৃটিশ সরকার কর্তৃক স্কাউটিং করার অনুমতি লাভ করে। ১৯৪৭ সনে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র সৃষ্টি হলে পূর্ববাংলা বর্তমান বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। ১৯৪৭ সালের ১ ডিসেম্বর করাচীতে পাকিস্তান বয় স্কাউট এসােসিয়েশন গঠিত হয়। ১৯৪৮ সালের ২২ মে ঢাকায় ইস্ট বেঙ্গল স্কাউট এসােসিয়েশন গঠিত হয়। ১৯৫০ সনে জানুয়ারী মাসে ইস্ট বেঙ্গল স্কাউট এসােসিয়েশন এর তত্ত্বালীন সেক্রেটারী জনাব ভি এ আব্বাসী এর উদ্যোগে মাসিক “ দি ইষ্ট ব্যাংগল স্কাউট” পত্রিকা প্রকাশিত হয়। যা ছিলাে ইস্ট বেঙ্গল স্কাউট এসােসিয়েশন এর মুখপত্র। পত্রিকাটির প্রথম সংখ্যা ১৫০ কপি মুদ্রিত হয়। গ্রাহক ছিলাে ১০০ জন। মূল্য নির্ধারিত হয় চারআনা। এই পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব পালন করেন স্কাউটার এম ওয়াজিদ আলী। পরবর্তীকালে এর সম্পাদনার দায়িত্ব পড়ে তরুণ সাহিত্যিক স্কাউটার তরীকুল আলমের হাতে। ১৯৫৬ সনে পত্রিকাটির নাম পরিবর্তন করে “অগ্রদূত” নামকরণ হয়ে নবদিগন্তের পথে যাত্রা। শুরু করে। যা যুগের পর যুগ দীর্ঘ ৬৪ বছর যাবৎ আজও নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। ১৯৭১ সনে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানী শাসন থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হলে ১৯৭২ সনে বাংলাদেশ বয় স্কাউট এসােসিয়েশন গঠিত হয় এবং একই নামে ধারাবাহিক ভাবে “অগ্রদূত” প্রতিমাসে নিয়মিত প্রকাশিত হচ্ছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় অনেক স্বনামধন্য লেখক এবং স্কাউটারগণ সম্পাদক ও সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে “অগ্রদূত”কে সমৃদ্ধ করে গেছেন। বর্তমান সম্পাদনা পরিষদ তাঁদেরই উত্তরসূরী।

We will use Cookies  to provide a better experiance.