বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপনায় অ্যাডাল্ট রিসোর্সেস বিষয়ক আঞ্চলিক ওয়ার্কশপ বাস্তবায়িত।

অ্যাডাল্ট রিসোর্সেস বিষয়ক আঞ্চলিক ওয়ার্কশপ বাস্তবায়িত।

বাংলাদেশ স্কাউটস এর অ্যাডাল্ট ইন স্কাউটিং বিভাগের  উদ্যোগে বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপনায় অ্যাডাল্ট রিসোর্সেস বিষয়ক আঞ্চলিক ওয়ার্কশপ ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ অনলাইনে দিনব্যাপী ৫৫ জন অ্যাডাল্ট লিডারগনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে ময়মনসিংহ অঞ্চল এর ময়মনসিংহ এবং শেরপুর জেলার অ্যাডাল্ট লিডারগন অংশগ্রহণ করেন। ওয়ার্কশপটি সকাল ৯.০০ টায় শুরু হয়ে দুপুর ২.০০ টায় সমাপ্ত হয়। 

সকাল ৯.৩০ মিনিটে ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (অ্যাডাল্ট রিসোর্সেস) ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহছিনা খাতুন, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল ও প্রধান শিক্ষক, ময়মনসিংহ জিলা স্কুল, সদর, ময়মনসিংহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার (অ্যাডাল্ট রিসোর্সেস) শরীফ আহমেদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী। ওয়ার্কশপ পরিচালকের দায়িত্ব পালন করেন ফাতেমা আক্তার খাতুন, আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ ও অ্যাডাল্ট রিসোর্সেস), বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল।

ওয়ার্কশপ এর দ্বিতীয় পর্বের শুরুতে  অ্যাডাল্টস ইন  স্কাউটিং বিষয়ে সেশন পরিচালনা করেন মোহছিনা খাতুন, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এবং মোঃ এখলাস উদ্দীন, সহকারী পরিচালক, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা। পরবর্তীতে কোড অফ কন্ডাক্ট নিয়ে সেশন পরিচালনা করেন ফাতেমা আক্তার খাতুন, ওয়ার্কশপ  পরিচালক। সর্বশেষ সেইফ ফ্রম হার্ম পলিসি নিয়ে সেশন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (অ্যাডাল্ট রিসোর্সেস) ফেরদৌস আহমেদ।