ন্যাশনাল ওয়ার্কশপ ফর পলিসি ডেভেলপমেন্ট অন হিউম্যানিটারিয়ান এ্যাকশন

ন্যাশনাল ওয়ার্কশপ ফর পলিসি ডেভেলপমেন্ট অন হিউম্যানিটারিয়ান এ্যাকশন
বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে ন্যাশনাল ওয়ার্কশপ ফর পলিসি ডেভেলপমেন্ট অন হিউম্যানিটারিয়ান এ্যাকশন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ডিসেম্বর) শনিবার সকালে রাজধানীর কাকরাইলস্থ জাতীয় স্কাউট ভবন মিলনায়তনে কর্মশালা উদ্বোধন করেন প্রাক্তন দূর্যোগ ব্যবস্থাপনা সচিব ও বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ শাহ কামাল। কাজী নাজমুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন উপ সচিবও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (আন্তর্জাতিক) মাহমুদুল হক।
কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন
ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব দ্য স্কাউট মুভমেন্ট(WOSM) এর কনসাল্টেন্ট শিহাবউদ্দিন সানি।
ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব দ্য স্কাউট মুভমেন্ট(WOSM) এর সহায়তায় দিনব্যাপী আয়োজিত কর্মশালায় ৭০ জন স্কাউট কর্মকর্তা যোগদান করেন।
কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ২২লক্ষ স্কাউট “দূর্যোগকালীন ক্লেশ লাঘব”এ প্রশিক্ষিত হলে দেশের ১৭কোটি মানুষ দূর্যোগে ক্লেশমুক্ত থাকবে।