গাজীপুরে স্কাউটরা কাজ করছে সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে

গাজীপুরে স্কাউটরা কাজ করছে সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে

মৌচাকে জাম্বুরীতে অংশগ্রহনকারী স্কাউটদের  দিন কাটছে নানা ধরণের অ্যালানের মাধ্যমে। ইউনিট লিডারসহ  স্কাউট প্রোগ্রামের আওতায় বিভিন্ন অ্যালানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে । শনিবার (২১ জানুয়ারি) জাম্বুরীতে অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা বেটার ওয়ার্ল্ড ফ্রেমওয়ার্ক" প্রোগ্রামের আওতায় এক বিশেষ অ্যালানে অংশ নিয়েছে। জানতে পেরেছে "একটি উন্নত বিশ্ব তৈরি করার" লক্ষ্যে  বিশ্ব স্কাউটসের গাইডলাইনে স্বীকৃত স্কাউটদের জন্য আয়োজিত কার্যক্রম। শনিবার সকালে বাংলাদেশ স্কাউটসের মৌচাক স্কাউট স্কুল মাঠে বেটার ওয়ার্ল্ড ফ্রেম ওয়ার্কের অনুষ্ঠিত হয়েছে।

বেটার ওয়ার্ল্ড ফ্রেম ওয়াকের আওতায় ৫টি বিষয়ের  যথা আর্থ ট্রাইব (উপজাতি বা সম্প্রদায়), মেসেঞ্জার অফ পিস (শান্তির বার্তা), হি ফর শি (সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারী পুরুষের সমতা), ডায়লগ ফর পিস (শান্তির আলোচনা) এবং স্কাউটস ওফ দ্যা ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ইত্যাদি শিরোনামে বিশেষ কর্মসূচীর উপর স্কাউটরা ধারণা অর্জন করে।

আর্থট্রাইবে অংশগ্রহনের মাধ্যমে একজন স্কাউট ন্যাচার সম্পর্কে, প্রকৃতি ও এসডিজি ১৩ ও ১৫ সম্পর্কে, মেসেঞ্জার অফ পিস এর মাধ্যমে জানতে পারবে । একজন স্কাউটি অন্য স্কাউট এর প্রতি শান্তির বার্তা পৌছে দেয়া, হি ফর শি এর মাধ্যমে জানবে নারী পুরুষের সমতা সম্পর্কে ইকুইটি প্রসেস সম্পর্কে সম্মক ধারণা, ডায়লগ ফর পিসের মাধ্যমে জানবে সামাজিক শান্তির মাধ্যমে কিভাবে ভালো থাকা যায়, স্কাউটস ওফ দ্যা ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড অর্জনের ক্রাইটেরিয়া সম্পর্কে।

বেটার ওয়ার্ল্ড ফ্রেমওয়ার্ক প্রোগ্রামে অংশগ্রহণকারী স্কাউট ছেলে মেয়ের বাস্তবিক জীবনে কতটুকু প্রভাব ফেলবে এর উত্তরে বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষণ) মোঃ আরিফুজ্জামান জানান "এসব প্রোগ্রামে অংশ নিয়ে একজন স্কাউট নিজেকে মানবিক মানুষ হিসেবে তৈরি করতে সক্ষম হবে। তাদের  মেধা ও শ্রমকে বিকশিত করে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন সুন্দর,  যোগ্য, দক্ষ ও দ্বায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে"। তিনি আরো বলেন, "বর্তমান সময়ে পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের শিকার হন নারীরা। এছাড়াও বর্তমানে প্রায়ই সামান্য কিছুতে পারিবারিক ও সামাজিক দাঙ্গা ও বিরোধে সমাজে তথা দেশে অরাজকতা এবং শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটেছে। তাই এসব আত্মশুদ্ধি মূলক কর্মসূচীতে অংশ নিয়ে স্কাউটরা সামাজিক লিঙ্গ বৈষম্য দূর করে সমাজে ও বিশ্বে সচেতনতা সৃষ্টি করতে পারবে"। 

এছাড়াও বেটার ওয়ার্ল্ড ফ্রেমওয়ার্ক প্রোগ্রামে অংশগ্রহণকারী তরুণ তরুণীরা দায়িত্বশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হওয়াসহ ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার মাধ্যমে নিজেকে সমাজ ও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে তাঁরা প্রোগ্রাম ভিত্তিক বিভিন্ন সনদও পেয়ে থাকে।

অন্য দিকে একই দিনে জাম্বুরীর প্রোগ্রাম সিডিউল অনুযায়ী ভিলজ-২ এ অনুষ্ঠিত হয়েছে পারিবারিক, সামাজিক, আত্মীয় এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক বজায় রাখার " নাইবার" নামে বিশেষ কার্যক্রম। এক ক্যাম্পের দল অন্য ক্যাম্পের দলকে দাওয়াত কার্ড দিয়ে আমন্ত্রণ জানিয়েছে। একে অপরের ক্যাম্প বিভিন্ন উপহার সামগ্রী বিনিময় শেষে আপ্যায়নও করাচ্ছে। এমন আতিথিয়েতা ও ভ্রাতৃত্ববোধ সামাজিক উন্নয়ন ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক ঠিক রাখে। এতে করে সামাজিক অবক্ষয় রোধে বিশেষ ভূমিকা পালনের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন এই ভ্রাতৃত্ববোধ অনবদ্য অবদান রাখে।