নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে মাস্ক বিতরন

ঘরের বাইরে সবসময় মাস্ক পরি-সামাজিক দূরত্ব বজায় রাখি-করোনা প্রতিরোধ করি এই থিমকে সামনে রেখে বিশ্ব করোনা মহামারী Second Wave

ঘরের বাইরে সবসময় মাস্ক পরি-সামাজিক দূরত্ব বজায় রাখি-করোনা প্রতিরোধ করি এই থিমকে সামনে রেখে বিশ্ব করোনা মহামারী Second Wave মোকাবিলায় বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ সদর উপজেলা আয়োজিত মাস্ক বিতরণ কর্মসূচি গত ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার সকাল ১১:০০ঘটিকায় উপজেলা স্কাউটস কার্যালয়ের সামনে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা স্কাউটস কমিশনার জনাব ফজলুল হক ভূইয়া মন্টু। এসময়ে উপস্থিত থেকে স্কাউটার কামরুজ্জামান রনি, স্কাউটার রমজান মিয়া, স্কাউটার মোঃ ওয়ালিউল্লাহ্ ও উপজেলা বিভিন্ন ইউনিট থেকে ৩০ জন স্কাউট মাস্ক বিতরন কর্মসূচিতে অংশগ্রহন করেন।

স্কাউটরা নারায়ণগঞ্জ শহরের চারটি জনবহুল স্থান চাষাঢ়া চত্ত্বর, ২নং গেট চত্ত্বর, ১নং গেট ও টারমিনাল চত্ত্বর এবং খানপুর হাসপাতালের সামনে মাস্কা বিতরন করেন ও মাইক ব্যবহার করে জনগনকে মাস্ক ব্যবহারের জন্য সচেতন করেন। প্রায় তিনঘন্টা ব্যাপি শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে জনগনকে সচেতন করা হয়।