গাজীপুরে ৭৫৯ তম কাব লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, গাজীপুর জেলার ব্যাবস্থাপনায় ৭৫৯ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ে ২৪-২৮ অক্টোবর, ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হয়। কোর্সে দুজন উপজেলা সহকারী শিক্ষা অফিসার, শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও রোভারসহ ৪২ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। কোর্স লিডার ছিলেন শাহনাজ বেগম এল.টি।
উক্ত কোর্সের প্রশিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন, মো: জাহাঙ্গীর আলম এএলটি, মো: আ: ছাত্তার এএলটি, মো: জহিরুল ইসলাম এএলটি, মোহাম্মদ আমান উল্লাহ সিএএলটি, মাজাহারুল ইসলাম (উডব্যাজার), মো. এমরান হোসেন (উডব্যাজার), আয়েশা সিদ্দিকা (উডব্যাজার), আব্দুল রউফ (উডব্যাজার), মো: মোতাহার হোসেন (উডব্যাজার)।
২৪ অক্টোবর পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও গাজীপুর জেলা স্কাউটের সহ-সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার কমিশনার মো: ছানোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা স্কাউটসের কমিশনার মো: আজাহার হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম।
প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে জেলার সকল বিদ্যালয়ে দুটি করে স্কাউটদল গঠন নিশ্চিতসহ স্কাউটিং কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়। প্রশিক্ষনার্থীরা জানায় তাবুকলা, কাব অভিযান, কাব কার্নিভালসহ কোর্সের সকল কার্যক্রমে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এবং ৭৫৯ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স থেকে অর্জিত অভিজ্ঞতা নিয়ে সকলেই নিজ নিজ প্রতিষ্ঠানে কাব স্কাউটিং সুষ্ঠ ভাবে বাস্তবায়নে কাজ করবে।
২৮ অক্টোবর পাঁচ দিন ব্যাপী ৭৫৯ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী দিনে দীক্ষা গ্রহণের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা স্কাউটিং জীবনে প্রবেশ করে। রাতে অগ্নি প্রজ্জ্বলনের মাধ্যমে মহা তাঁবুজলসার উদ্ভোধন করেন শ্রীপুরের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড. সামসুল আলম প্রধান। পরে সনদ বিতরণের মধ্য দিয়ে কোর্সের সমাপ্তি হয়।