বাংলাদেশ স্কাউটস , নারায়ণগঞ্জ জেলার ২১ তম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশ অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার ২১ তম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২জুন বুধবার অন-লাইনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জেলা স্কাউটসের সভাপতি জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মোস্তাইন বিল্লাহ।
বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার ২১ তম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২জুন বুধবার অন-লাইনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জেলা স্কাউটসের সভাপতি জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মোস্তাইন বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্কাউটসের কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তোফাজ্জল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সহ-সভাপতি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল। ওয়ার্কশপটি পরিচালনা করেন জেলা স্কাউটসের সাবেক সম্পাদক নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ ফজলুল হক ভূইয়া মন্টু। স্বাগতবক্তব্য রাখেন জেলা স্কাউটস সম্পাদক গোলাম মোস্তফা শাহীন। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান। পবিত্র কোরআনতালোয়াত করেন উপজেলা স্কাউটসের সহযোজিত সদস্য মোঃ ওয়ালিউল্লাহ, গীতা পাঠ করেন আড়াই হাজার উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার অনিতা চক্রবর্তী। সভার শুরুতে মৃত্যু বরণ করা সাবেক জেলা স্কাউটসের সম্পাদক মরহুম পারভেজ নিয়াজ আহম্মেদ নিয়াজী, বন্দর উপজেলার মেরিন টেকনোলজি ইন্সটিটিউট এর ইউনিট লিডার মরহুম হোসেন আলী ভূইয়া ও সদর উপজেলার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার সালমা বেগম সহ সকল মৃতব্যক্তিদের আ ত্মারমাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। দিন ব্যাপী ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার ২০২০-২০২১ সালের কার্যক্রম মূল্যায়ন, বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার ২০২১-২০২২ সালের পরিকল্পনা গ্রহণ, বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার কার্যক্রম গতিশীল করার কৌশল নির্ধারন । এসময় জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ, সহকারী কমিশনারগন, যুগ্ম সম্পাদক, জেলা স্কাউট লিডার জেলা কাব লিডার, নারায়নগঞ্জ জেলাধীন সকল উপজেলার স্কাউট কমিশনারগন, উপজেলার স্কাউট সম্পাদকগন, উপজেলার স্কাউট লিডারগন, উপজেলার কাব লিডারগন সংযুক্ত ছিলেন।