বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলে অনুষ্ঠিত হলো জনসংযোগ-ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক ওর্য়াকশপ...
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলে অনুষ্ঠিত হলো জনসংযোগ-ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক ওর্য়াকশপ...
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আয়োজনে ২৫-২৬ নভেম্বর ২০২২ ইং অনুষ্ঠিত হলো জনসংযোগ, ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক ওর্য়াকশপ। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার চৌধুরী বাজারস্থ আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং বিভাগ ) ও বিসিএস কর একাডেমির মহাপরিচালক এম এম ফজলুল হক আরিফ বলেছেন, স্কাউটিং হচ্ছে সর্বোৎকৃষ্ট যুব আন্দোলন যা বিগত এক শতাব্দীতে বিশ্বের ১শত ৭২ টি দেশে বিস্তৃতি লাভ করেছে। আগামী দিনের সুনাগরিক গড়তে স্কাউটিং কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। এ আন্দোলনের প্রসারের জন্য প্রচারের প্রয়োজন রয়েছে। তিনি গতকাল শনিবার বাংলাদেশ স্কাউটস,সিলেট অঞ্চলের উদ্যোগে জনসংযোগ, ব্রান্ডিং ও মার্কেটিং বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ স্কাউটস,সিলেট অঞ্চলের সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের সভাপতিত্বে ও আঞ্চলিক পরিচালক মাহফুজা পারভীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস,সিলেট অঞ্চলের উপ-কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং বিভাগ) গোলজার আহমদ চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার ও কমিশনার মহিউল ইসলাম মুমিত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপকমিশনার (জনসংযোগ ও মার্কেটিং বিভাগ) ও দেশ টিভির নিউজ অব হেড সুকান্ত গুপ্ত অলক,জাতীয় উপকমিশনার (জনসংযোগ, ব্রান্ডিং ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুক এবং বাংলাদেশ স্কাউটস এর পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং বিভাগ) এ এইচ এম শামসুল আজাদ।
দিনব্যাপী কর্মশালায় প্রথম-আর্থে জাতীয় কমিশনার এম এম ফজলুল হক আরিফ মহোদয় অংশগ্রহণকারী সদস্যদের মাঝে স্কাউটিং এর ব্র্যান্ডিং ও মার্কেটিং সহ অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। দ্বিতীয়-আর্থে জাতীয় উপকমিশনার-সুকান্ত গুপ্ত অলক ও মীর মোহাম্মদ ফারুক স্কাউটিং এর মার্কেটিং ও ব্রান্ডিং করার প্রত্যয়ে আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে পিআরএম টিমের টাস্কফোর্স গঠন, দায়িত্ব বন্টন, মূল্যায়ন ও রিপোর্ট প্রেরণ এবং লিডারগণের সুপারিশ প্রণয়ন বিষয়ক টীমওর্য়াক করা হয়।
মধ্য-ভোজনের পর জনসংযোগ ও মার্কেটিং বিভাগ এর পরিচালক এ এইচ এম শামসুল আজাদ মহোদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশনায় বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। পরবর্তীতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাকিব হাসান শিপু এবং বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক পিআরএম টিমের সদস্য ও কনটেন্ট রাইটার আল সায়েম শাকিল এর উপস্থাপনায় আঞ্চলিক ও জেলার পিআরএম কার্যক্রম পর্যালোচনা করেন।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন পিআরএম জাতীয় টাস্কফোর্স সদস্য মাইনুল হোসের মুন্না (ডেপুটি কোর্ডিনেটর-কনটেন্ট টিম) এবং ইফতি তাদের চমৎকার উপস্থাপনায় দিনব্যাপী কর্মশালাটি আরও চমকপ্রদ হয়।
কর্মশালার অপরাহ্ন সময়ে চা-চক্রর মধ্য-দিয়ে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। ২দিন ব্যাপী কর্মশালায় সহকারী পরিচালক, আঞ্চলিক উপকমিশনার,বিভিন্ন জেলা স্কাউট সম্পাদক, আঞ্চলিক পিআরএম সদস্য ও স্কাউট লিডারগণ অংশ গ্রহণ করেন।
কনটেন্ট রাইটার
আল সায়েম শাকিল
নিউজ রির্পোটার-অগ্রদূত
ও সদস্য আঞ্চলিক পিআরএম সদস্য (সিলেট)