গাজীপুরে সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

গাজীপুরে সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের আয়োজনে সিনিয়র রোভার মেটদের দক্ষ ও প্রশিক্ষিত করার লক্ষ্যে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও মুক্ত দল  থেকে ৪৮ জন সিনিয়র রোভার মেট অংশগ্রহণ করে। 

অক্টোবর ১৩, ২০২১ তারিখ (বুধবার) বেলা ১১ টায় দিনব্যাপি অনুষ্ঠিত সিনিয়র রোভারমেট ওয়ার্কশপে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবুল কালাম আজাদ। গাজীপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর মাসুদা সিকদারের সভাপতিত্বে  ও যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ সভাপতি প্রফেসর এম এ বারী, রোভার অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার(প্রোগ্রাম) অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, জেলা রোভারের সহকারি কমিশনার সারোয়ার হোসেনসহ অনেকে। প্রধান অতিথি আবুল কালাম আজাদ রোভারদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হয়ে স্কাউটের আদর্শে দেশ ও জাতি বিনির্মাণে আহ্বান জানান।

ওয়ার্কশপে সিনিয়র রোভার মেট এর দায়িত্ব ও কর্তব্য, রোভার প্রোগ্রাম ও ব্যাজ অর্জনের কৌশল, প্রেসিডেন্টস রোভার স্কাউট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জনের কলাকৌশল, উপদল পদ্ধতি, ক্রুমিটিং বাস্তবায়ন  ইত্যাদি বিষয়ে রোভারদের প্রশিক্ষিত কারা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার(জনসংযোগ ও বিপনন) মীর মোহাম্মদ ফারুক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার(প্রোগ্রাম) অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, গাজীপুর জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন এএলটি, সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুস ছালাম সিএএলটি, মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. সাহাবুদ্দিন এএলটি, জেলা রোভার স্কাউট লিডার আওলাদ হোসেন মারুফ।

ওয়ার্কশপের এক পর্যায়ে বিগত বছরে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র রোভার মেট প্রতিনিধিদের ক্রেস্ট প্রদান ও নতুন মেয়াদে নির্বাচিত সিনিয়র রোভারমেট প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়। নির্বাচিত হয় মৌচাক মুক্ত রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার মুফতারী চামেলি, রোভার ফাহমিদুল মোরাদ ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সাব্বির হোসেন। তারা প্রত্যেকেই আগামী এক বছরের জন্য গাজীপুর জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়। 

ওয়ার্কশপের শেষার্ধে অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কে নির্ধারিত বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করে এবং সে সকল মতামতের ভিক্তিতে ওয়ার্কশপ সুপারিশমালা প্রণয়ন করা হয়।

মিনহাজ আল মোক্তাদির
অগ্রদূত সংবাদদাতা 
গাজীপুর জেলা রোভার