সুন্দর জীবনের স্পন্দনে দিনাজপুরে স্কাউটদের বৃক্ষ রোপণ

সুন্দর জীবনের স্পন্দনে দিনাজপুরে স্কাউটদের বৃক্ষ রোপণ

সুন্দর জীবনের স্পন্দনে দিনাজপুরে স্কাউটদের বৃক্ষ রোপণ

"চাই সুস্থ জীবনের স্পন্দন, ভালবাসি বৃক্ষ- এসো করি বনায়ণ" শ্লোগানকে সাথে নিয়ে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার আয়োজনে শনিবার (১১ সেপ্টেম্বর) সদর উপজেলার পাঁচকুড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জেলা স্কাউট কমিশনার মোঃ মাতলুবুল মামুন ও জেলা সম্পাদক আনিসুজ্জামান মিলন এর নেতৃত্বে এ মহতী কার্যক্রমে স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য লোকমান হাকিম, দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সম্পাদক আবু সাঈদসহ জেলার বিভিন্ন পর্যায়ের স্কাউটার ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে।এ কর্মসূচিতে প্রায় ৩০০টি ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানো ও স্কাউটদের মাঝে বিতরণ করা হয়।

কার্যক্রম সম্পর্কে আঞ্চলিক উপ পরিচালক আব্দুর রশিদ এর সাথে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলার এ আয়োজনকে সাধুবাদ ও এর সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে  তিনি জানান "সবার জন্য বাসযোগ্য সবুজ পৃথিবী বির্ণিমানে স্কাউটরা সমাজ উন্নয়ন কাজের অংশ হিসেবে প্রতিবছর জুন-সেপ্টেম্বর সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে। এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রত্যেক স্কাউট তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা বাড়ির আশেপাশে অন্ততঃ ১টি বৃক্ষরোপণ করবে"।