বগুড়ায় জেলা পর্যায়ের গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের আয়োজনে ০৩/০২/২০২২ ইং রোজ বৃহস্পতিবার রোভার, গার্ল- ইন রোভার ও রোভার লিডারদের নিয়ে অনলাইনে "জুম অ্যাপস” এর মাধ্যমে সন্ধ্যা ০৭ঃ০০ টাই জেলা পর্যায়ের গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপের অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপের প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসাবে যুক্ত ছিলেন ড. কে এম এ এম সোহেল এলটি, যুগ্ম সম্পাদক,বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী(এল.টি), সহঃ সভাপতি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।এছাড়াও যুক্ত ছিলেন ফজলে রাব্বী এলটি,পরীক্ষা নিয়ন্ত্রক, নেকটার বগুড়া, আব্দুস সামাদ, সহঃ সভাপতি, জেলা নির্বাহী কমিটি, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ এলটি, অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন এলটি, মোহাম্মদ এমদাদুল হক, সম্পাদক, নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা রোভার স্কাউট লিডার , আরিফুর রেজা (এ.এল.টি) যুগ্ম-সম্পাদক, সৈয়দ মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ আতিকুল আলম, আরএসএল প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার।এছাড়া আরো যুক্ত ছিলেন, স্কাউটার বাবুল হোসেন (উডব্যাজার), স্কাউটার হাসান আলী (উডব্যাজার),স্কাউটার মোকছেদ আলী (উডব্যাজার), স্কাউটার শফিকুল ইসলাম, স্কাউটার সুশান্ত কুমার ঘোষ,স্কাউটার রেদোয়ান ইবনে কাফি, সহ অর্ধশতাধিক রোভার ও গার্ল-ইন রোভার যুক্ত ছিলেন।ওয়ার্কশপে গবেষণা ও মূল্যায়নের উদ্দেশ্য, গুরুত্ব ও প্রয়োজনীতা সম্পর্কে ধারনা প্রদান ও ইউনিট লিডারদের দলে সম্পৃক্ত না থাকা বা নিষ্ক্রিয়তার কারণ ও প্রতিকার (গ্রুপ ওয়ার্ক), ওয়ার্কশপের সুপারিশ এবং জেলা রোভারের বিভিন্ন কার্যক্রমের ডকুমেন্টারি উপস্থাপিত হয়। অনুষ্ঠানে সভাপতি প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী(এল.টি) মহোদয়ের দিক নির্দেশনা মূলক বক্তব্যের মধ্যদিয়ে এই ওয়ার্কশপের সমাপ্তি হয়।

বগুড়ায় জেলা পর্যায়ের গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
বগুড়ায় জেলা পর্যায়ের গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত